যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ হবে না: তারেক রহমান
যত সহজ ভাবা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত সহজ হবে না উল্লেখ করে ‘নির্বাচনি যুদ্ধ’ মোকাবিলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ আহ্বান জানান।
সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা পরীক্ষিত। শত অত্যাচার-নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন। সেই ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের ১৫ বছরের ষড়যন্ত্র— সব আপনারা মোকাবিলা করেছেন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবে রূপ দিতে হলে আমাদের জনগণের সমর্থন প্রয়োজন এবং জনগনের সমর্থনকে দলের পেছনে আনতে হলে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও উদ্যোগ প্রয়োজন।
উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আসুন আমরা সেই উদ্যোগ গ্রহণ করি।
ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শিরোনামে এ কর্মশালা হয়। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।



























