আ.লীগের ভোট পাওয়ার জন্য একটি দল তাদের বিরুদ্ধে কথা বলছে না
নির্বাচনে আওয়ামী লীগের ভোট আদায়ের আশায় একটি রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না—এমন অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের চেতনা নিয়ে যারা রাজনৈতিকভাবে সুবিধা নিতে চেয়েছেন, তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন।
একাত্তরকে দলীয়ভাবে ব্যবহার করা উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের ‘হত্যাযজ্ঞ ও দুর্নীতির ইতিহাস’ জাতিকে ভুলে গেলে চলবে না বলেও সতর্ক করেন সালাহউদ্দিন।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবেগ নয়—সুষ্ঠু ও সুপরিকল্পিতভাবে এগোতে চায় বিএনপি। তার দাবি, ২০২৪ সালের অভ্যুত্থান শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়; বরং সাড়ে ১৫ বছরের সম্মিলিত প্রচেষ্টার পরিণতি।



























