পর্যাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা না পাওয়া গেলে বেসরকারি ব্যাংক থেকে নিয়োগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রস্তুত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা না পাওয়া গেলে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মূলত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল থেকে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুত করা হবে। কিন্তু প্রয়োজন হলে তাদেরও নিয়োগ দেওয়া যাবে।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর, যাচাই–বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত।



























