রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ১৩ ডিসেম্বর ২০২৫

গুপ্ত বাহিনীর হামলার শিকার ওসমান হাদি: শিবির সেক্রেটারি

গুপ্ত বাহিনীর হামলার শিকার ওসমান হাদি: শিবির সেক্রেটারি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম ব‌লেন, শরিফ ওসমান হাদির ওপর ‘গুপ্ত ও নিষিদ্ধ বাহিনী’ হামলা চালিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের ৭ শহীদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম সেনা নায়ক। আপসহীন এই নেতা আজীবন আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে রাজপথে অবস্থান করেছেন।

হাদির সঙ্গে সর্বশেষ কথোপকথনের কথা স্মরণ করে তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার দুই-তিন দিন আগেও হাদির সঙ্গে তার কথা হয়। সে সময় হাদি আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে। আমি তাকে বারবার সাবধানে চলাফেরা করতে অনুরোধ করেছিলাম।

শিবির সেক্রেটারি আরও বলেন, হাদি তখন বলেছিলেন— ‘মওতের ফয়সালা আসমানে হয়। ঘরের ভেতরে থাকলেও মৃত্যু আসবে। তাই ঘরে বসে নয়, রাজপথেই মৃত্যুবরণ করার জন্যই আমার জন্ম।’

তিনি বলেন, এই ভরা মজলিসে মহান রবের কাছে আমরা হাদির প্রাণভিক্ষা চাই। আল্লাহ যেন আধিপত্যবাদের বিরুদ্ধে এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে আরও কিছুদিন আমাদের মাঝে ফিরিয়ে দেন।

সর্বশেষ

জনপ্রিয়