ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত: হাসনাত
খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, ভারতীয় হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়া উচিত ছিল’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকায় উঠান বৈঠকে যোগ দিয়ে এসব কথা বলেন হাসনাত।
তিনি বলেন, ‘আপনি আমার দেশের সন্ত্রাসকে পেলেপুষে বড় করবেন, তাদের ট্রেনিং দেবেন, অর্থ দেবেন। অন্তত ৩০ হাজার আওয়ামী লীগের কর্মী ভিসা এবং পাসপোর্ট ছাড়া ভারত আশ্রয় দিয়ে রেখেছে। তো আপনি আমার দেশের সন্ত্রাস পালবেন, বাংলাদেশ বিরক্তিকর করে রাখবেন। আর আমি আপনার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখব? এত ঠ্যাকা পড়ে নাই।’
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ভারতের সন্ত্রাসীগুলো কয় দিন পর পর আমাদের দেশে ছেড়ে দেয়। বাংলাদেশের সন্ত্রাসীগুলো ভারত আবার পাহারা দেয়, ট্রেনিং দেয়, অর্থ দেয়। অনেক দিন পর পর আমাদের দেশে ছাড়ে। আমাদের দেশে এসে দুষ্কর্ম করে। তাদের বারবার করে বলা হয়েছে শোনে না।’



























