মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ২৩ ডিসেম্বর ২০২৫

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর হাতে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বিএনপিতে যোগদান করায় আমরা আনন্দিত। আশা করি, তার এই যোগদান আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।”

এদিকে যোগদান অনুষ্ঠানে সৈয়দ এহসানুল হুদা বলেন, “আমি আমার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছি। আমাকে এই সুযোগ দেওয়ায় বিএনপি মহাসচিবসহ দলের সব নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

জনপ্রিয়