নির্বাচনে দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে বিজয়ী করবে জনগণ।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত দেশ ছাড়েননি। তার মৃত্যুতে দেশ গভীরভাবে শোকাহত।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ বিএনপিকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের দর্শন ধরে রেখে তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবেন—এটাই মানুষের প্রত্যাশা।
খালেদা জিয়ার কুলখানি ও অন্যান্য আনুষ্ঠানিকতা বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।



























