বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৩১ ডিসেম্বর ২০২৫

সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ

সংসদ ভবনের পথে খালেদা জিয়ার মরদেহ
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ আনা হচ্ছে। জোহরের নামাজের পর, বেলা ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে যাত্রা করে। এর আগে সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসভবনে পৌঁছানো হয়। হাসপাতাল থেকে বাসভবন পর্যন্ত রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।

মরদেহ বাসভবনে পৌঁছালে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করেন। পরিবারের অন্যান্য সদস্যরাও দোয়া করেন।

ভোর থেকেই প্রিয় নেত্রীকে শেষবার দেখতে বাসভবনের সামনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ভিড় জমান। বাসভবনে পৌঁছানোর পর পরিবারজন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে শেরেবাংলা নগরে স্বামী শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

জনপ্রিয়