আসন সমঝোতার ঘোষণা আজ: ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন বিকেলে
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা আজ দেওয়া হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা আসবে বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীর একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ সকালে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হতে পারে।
এর আগে মঙ্গলবার সারাদিন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিসসহ সংশ্লিষ্ট দলগুলোর নেতারা অংশ নেন। বৈঠকে বিভিন্ন দলের জন্য আসন বণ্টন চূড়ান্ত করা হলেও ইসলামী আন্দোলনের আসন প্রাপ্তি নিয়ে এখনো কিছুটা অসন্তোষ রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসেরও কয়েকটি বিষয় চূড়ান্ত করা বাকি রয়েছে।
সূত্র জানায়, আজ দুপুরের আগেই এসব বিষয়ে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাকি বিষয়গুলো নিষ্পত্তি হওয়ার পরই সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
উক্ত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।



























