বুধবার ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ১৪ জানুয়ারি ২০২৬

পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি

পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি
ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কর্মসূচির আওতায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে আগামী শনিবার প্রশিক্ষণ দেওয়া হবে।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসার এবং সহকারী কমিশনার পর্যায়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচিতে পোস্টাল ভোট ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়া হাতে-কলমে তুলে ধরা হবে। এতে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত ব্যালট খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যার ব্যবহার করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে ফরম–১২ প্রস্তুত এবং সেগুলো নিরাপদে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের বিষয়গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, পোস্টাল ভোট গ্রহণ ও গণনায় স্বচ্ছতা বজায় রাখা, ত্রুটি কমানো এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান করে ব্যালট ফেরত পাঠাবেন। ভোটের দিনই এসব পোস্টাল ব্যালট গণনা করা হবে।