জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম
ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও এনসিপির জোট অনেকটাই এগিয়ে।
শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তাদের আস্থা নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা দেওয়া হচ্ছে। ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন নাহিদ।



























