রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৩, ১০ জানুয়ারি ২০২৬

আমাকে মাননীয় বলবেন না: সাংবাদিকদের তারেক রহমান

আমাকে মাননীয় বলবেন না: সাংবাদিকদের তারেক রহমান
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের উদ্দেশে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান অনুরোধ জানিয়ে বলেছেন, তার নামের আগে যেন ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় ঢাকার এক সাংবাদিক নেতার বক্তব্যে তারেক রহমানকে ‘মাননীয়’ বলে সম্বোধন করা হলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান তিনি। তিনি স্পষ্টভাবে বলেন,
“দয়া করে আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না।”

এ সময় নিজের অনুভূতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও তার মন ও চিন্তা সবসময় দেশের সঙ্গেই যুক্ত ছিল। দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ তাকে প্রতিনিয়ত ভাবিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মুক্ত আলোচনায় অংশ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

জনপ্রিয়