রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:১৬, ১০ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল

তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনগণের গভীর প্রত্যাশা রয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সারা দেশের মানুষ আশাভরে তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, দীর্ঘ সময় পর দেশের এক কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ বাস্তবতায় তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে। মির্জা ফখরুলের মতে, দেশে ফেরার আগেই দূর থেকে জাতির উদ্দেশে তারেক রহমান যে বার্তা দিয়েছেন, তা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আস্থা ও প্রত্যাশা তৈরি করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, জনগণ এবার একটি সত্যিকারের উদার, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ দেখছে। তারেক রহমানের নেতৃত্বে সেই সম্ভাবনা বাস্তবায়িত হবে বলেই মানুষের বিশ্বাস।

জনপ্রিয়