বুধবার ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:০০, ১৪ জানুয়ারি ২০২৬

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ের পাশের ভবনে গুলি

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ের পাশের ভবনে গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সাংগঠনিক অফিসের পাশেই গুলির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করে এনসিপির নির্বাচনি উপ-কমিটির প্রধান মাহাবুব আলম জানান, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসসংলগ্ন এলাকায় গতকাল এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “কয়েকটি সংবাদমাধ্যমে নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। বিষয়টি সঠিক নয়।”

মাহাবুব আলম আরও জানান, ঘটনাস্থলটি কোনো নির্বাচনি অফিস নয় এবং এটি নাহিদ ইসলামের ব্যক্তিগত বা রাজনৈতিক কার্যালয়ও নয়। প্রাথমিকভাবে এ ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে বলে মনে হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।