বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০১:২৮, ২২ জানুয়ারি ২০২৬

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ

বিএনপির নির্বাচনী থিম সং প্রকাশ
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক বার্তা ও স্লোগানকে সংগীতের ভাষায় তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির বহুল পরিচিত নির্বাচনী স্লোগান ও প্রতীককে কেন্দ্র করে প্রকাশ করা হয়েছে নতুন নির্বাচনী থিম সং।

বুধবার দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আনুষ্ঠানিকভাবে থিম সংটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে থিম সংটি উন্মোচন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভোট দিবেন কীসে ধানের শীষে, সবার আগে বাংলাদেশসহ বিএনপির একাধিক নির্বাচনী স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ় আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি ‌‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। তার প্রতীক হচ্ছে ধানের শীষ।

তিনি বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, আর কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে।