আমরা নিজেরা দুর্নীতি করব না আর কাউকে দুর্নীতি করতে দিব না : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাঁদা নিবো না আর কাউকে চাঁদা নিতে দিবো না। নিজেরা দুর্নীতি করবো না আর কাউকে দুর্নীতি করতেও দেবো না।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর দিনাজপুর ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে ধর্মে ধর্মে সংঘাত হবে না। যে বাংলাদেশে টাকা চুরি করে বেগমপাড়া গড়ে তৈরি করা হবে না। যারা টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে।
তিনি বলেন, সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয় দিনাজপুর। এই দিনাজপুরে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য লিচুর জন্য সংরক্ষণাগার গড়ে তোলা হবে। দিনাজপুরকে সিটি করপোরেশনে রপান্তরিত করা হবে।



























