শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ২৩ জানুয়ারি ২০২৬

বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মিলন

বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী মিলন
ছবি: সংগৃহীত

নিরাপত্তার হুমকি পাওয়ার পর বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে নেমেছেন গাজীপুর-৩ আসনের (শ্রীপুর ও সদর উপজেলার আংশিক) স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন (ঘোড়া প্রতীক)।

বৃহস্পতিবার দুপুরে তিনি ওই আসনের শ্রীপুর পৌর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তাঁকে বুলেটপ্রুফ জ্যাকেট পরিহিত অবস্থায় দেখা যায়।

গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইজাদুর রহমান মিলন বলেন, “ইতিমধ্যে মোবাইল ফোনে আমাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। এসব হুমকির কারণে ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “ভোটারদের সঙ্গে কথা বলে ভালো সাড়া পাচ্ছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে কথা বলছে।”

উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০২৪ সালে তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ