কেউই জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা রাখে না: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “দুনিয়া ও আখিরাত, বেহেশত ও দোযখ—সবকিছুর একমাত্র মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। নির্বাচনের আগে একটি দল ‘এই দিব, ওই দিব’ বলছে, এমনকি বেহেশতের টিকিট দেওয়ার কথাও বলছে। যার মালিক মানুষ না, সেই জিনিসের কথা যারা বলে তারা মূলত মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং ‘শেরেকী’ করছে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী জনসভায় এক বৃদ্ধ ওমরাহ পালনকারীকে মঞ্চে ডেকে নিয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জনসভায় উপস্থিত এক লাল টুপি পরা মুরুব্বিকে মঞ্চে ডেকে আনেন। তিনি তাকে প্রশ্ন করেন—কাবা শরীফ, পৃথিবী এবং জান্নাত-জাহান্নামের মালিক কে? ওই মুরুব্বি ও উপস্থিত জনতা সমস্বরে ‘আল্লাহ’ বলে উত্তর দিলে তারেক রহমান বলেন, ‘আপনারাই সাক্ষী দিলেন সবকিছুর মালিক আল্লাহ। তাহলে যারা নির্বাচনের আগে এসব দেওয়ার কথা বলে, তারা আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা আপনাদের কী পরিমাণ ঠকাবে তা বুঝে নেন।’ তিনি আরও যোগ করেন, যারা অতীতে স্বৈরাচারকে মদত দিয়েছিল, তাদের আস্তানা কোথায় তা দেশের মানুষ জানে।
তারেক রহমান বলেন, ‘আজ এখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হওয়ার এই পরিস্থিতি তৈরি করার জন্য, হাজারো মানুষ গত ১৫ বছরে প্রাণ বিসর্জন দিয়েছে। আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য।’ তিনি বলেন, গত ১৫-১৬ বছরে দেশের মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের কথা বলার অধিকার দমন করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ‘তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকেনি। ইলিয়াস আলী, জুনায়েদ দিদারের মতো শত হাজারো মানুষকে হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম, খুন ও মামলায় জর্জরিত করা হয়েছে।’
উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, ‘উন্নয়নের নাম করে গত ১৫-১৬ বছরে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে, তা আমরা দেখেছি।’ তিনি ঢাকা–সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে বলেন, ‘২০০৫ সালে সুনামগঞ্জে বন্যার সময় ঢাকা থেকে সিলেট আসতে ঘণ্টার মতো সময় লেগেছিল, আর আজ ১০ ঘণ্টার মতো সময় লাগে। লন্ডনে প্লেনে যেতে এত সময় লাগে না। এটাই তথাকথিত উন্নয়নের ফেরিস্তি।’
তিনি বলেন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ‘আজ আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে, যারা রাজপথে নেমে আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে,’ বলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘যেভাবে ১৯৭১ সালে মানুষ দেশকে স্বাধীন করেছিল, সেভাবেই ২০২৪ সালের ৫ আগস্ট এই দেশের মানুষ স্বাধীনতাকে রক্ষা করেছে এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে।’



























