ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি
সম্প্রতি নির্বাচনী পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি দেয়া হয়ছে।
অব্যাহতি পাওয়া জামায়াত নেতা শামীম আহসান, তিনি বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।
আজ (২৭ জানুয়ারি) জামায়াত ইসলামি বরগুনা জেলা আমির অধ্যাপক মুহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক অব্যাহতি পত্রে এ তথ্য নিশ্চিত করেন।
অব্যাহতি বলা হয়, গত ২৫/০১/২০২৬ তারিখ পাথরঘাটায় দেয়া এক জনসভায় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বেফাস মন্তব্য করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীগন সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।
এহেন বেফাস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাব মুর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এ ধরনের বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের পরিপন্থি।
সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী এহেন কর্মকান্ডের জন্য জেলা কর্ম পরিষদের সিদ্ধান্ত ক্রমে আপনার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) পদ স্থগিত করা হলো এবং জেলা সহকারী সেক্রেটারীর দায়িত্ব সহ সংগঠনের সকল প্রকার দায় দায়িত্ব থেকে আপনাকে অব্যহতি দেয়া হলো।”
এর আগে, গত ২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা নির্বাচনী পথসভায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার পরপরই নিন্দার ঝড় ওঠে যোগাযোগ মাধ্যমে।
এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত নেতা শামীম আহসানের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এমনকি এঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি এ ধরনের বক্তব্য দেওয়ার দায়ে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শামীম আহসানের সদস্য পদ স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে তাকে জেলা সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।



























