বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৯, ২৭ জানুয়ারি ২০২৬

কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

জনসভায় তারেক রহমান বলেন, “আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। দেশের চলমান সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

তিনি অভিযোগ করে বলেন, একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। সে কারণেই আমরা ফ্যামিলি কার্ড চালুর কথা বলছি।”