নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে শান্তিনগরে বিক্ষোভ মিছিল
ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে শান্তিনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে সকাল ১১টার দিকে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ ওঠে।



























