নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার উন্নতমানের চিকিৎসার দাবিতে সমাবেশে অংশ নিতে বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন তাদের দলের নেতাকর্মীরা।
শনিবার (২৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।
বিএনপির ডাকা এই কর্মসূচিতে অংশ নিতে দলটির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। নেতাকর্মীদের হাতে ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দেখা গেছে।
এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী স্লোগান দিতেও দেখা যায় তাদের।
দুপুর আড়াইটায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এতে সভাপতিত্ব করবেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির ঘিরে কর্মসূচি নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



























