শুক্রবার ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ২৮ আগস্ট ২০২৫

মুক্তিযোদ্ধা নিপীড়িত: গৌরব ’৭১ এর ক্ষোভ

মুক্তিযোদ্ধা নিপীড়িত: গৌরব ’৭১ এর ক্ষোভ
ফাইল ছবি

বীরমুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর ওপর পরিকল্পিত মব আক্রমণের ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন গৌরব ’৭১।

 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এটি কেবল একজন মুক্তিযোদ্ধার ওপর আঘাত নয়; বরং মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও বাক স্বাধীনতার উপর বর্বর আঘাত।” তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে ভিন্নমতাবলম্বীদের জন্য দেশ অনিরাপদ হয়ে পড়েছে। বিরোধী কণ্ঠরোধে মবসন্ত্রাস ও রাষ্ট্রীয় নিপীড়নকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ঘটনার প্রেক্ষাপটে সংগঠনটি জানায়, ঢাকায় মঞ্চ–৭১ এর বৈঠকের আগে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদের অবরুদ্ধ করে হেনস্তা করা হয় এবং পরবর্তীতে মিথ্যা অভিযোগ সাজিয়ে অন্যায়ভাবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গৌরব ’৭১ মনে করে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সরকারের প্রত্যক্ষ মদদে স্বাধীনতাবিরোধী ও রাজাকারপন্থী শক্তির সামগ্রিক ষড়যন্ত্র।

গৌরব ’৭১ এর দাবি

  • ঘটনায় জড়িত স্বাধীনতাবিরোধী ও জামাত-শিবিরপন্থী মবচক্রকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
  • মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
  • বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
  • মবসন্ত্রাস ও রাজনৈতিক সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে।

 

সংগঠনের সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, “যে দেশবিরোধী অশুভ শক্তি মুক্তিযোদ্ধাদের অপমান করে, বাকস্বাধীনতা কেড়ে নেয় ও গণতন্ত্র ধ্বংস করে, তারা বাংলার মাটিতে কোনোদিনও স্থান পাবে না। আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সর্বস্তরে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও তাদের পৃষ্ঠপোষক সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”