জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বক্তব্যে তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা করা হলেও জাতীয় পার্টি সেই নির্বাচনগুলোকে বারবার বৈধতা দিয়েছে। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে এবং জনগণের বিপক্ষে অবস্থান নিতে সহায়তা করেছে তারা।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পরে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে—এটা আমরা কেউ কল্পনা করিনি। এই ঘটনা শুধু দুঃখজনকই নয়, উদ্বেগজনকও। দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে আমাদের ভাবতে হবে।”
তিনি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলার ঘটনা গোটা জাতিকে উদ্বিগ্ন করেছে। তিনি অভিযোগ করে বলেন, “যখন আমরা ফ্যাসিস্টদের বিচার চাইছি, তখন সেই দাবির অপরাধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। গণঅভ্যুত্থানের শক্তিকে দুর্বল করতে পরিকল্পিত দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।”
জাতীয় পার্টি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “তারা শুধু গত ১৬ বছর দালালি করেনি, বরং তারা ৯০-এর গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি। ছাত্রজনতার রক্তে এরশাদের পতন ঘটলেও রাজনৈতিক আপসের কারণে তাকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা আর সেই সুযোগ দেব না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের সহযোগী শক্তিগুলোকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। জনগণের সঙ্গে বেইমানি করা শক্তিকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।
নাহিদ ইসলাম সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশের এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ, তাদের কোনোভাবেই সমর্থন করা যাবে না। ফ্যাসিবাদী শক্তিকে কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের প্রতি আমাদের অঙ্গীকার—সংস্কার হবে, নির্বাচন হবে, নতুন সংবিধান হবে।”