টি-টোয়েন্টিতে রেকর্ড স্পর্শের পথে তাসকিন

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাত্র ৪ উইকেট দূরত্বে। এ লক্ষ্য অর্জন করলে তিনি বাংলাদেশের তৃতীয় বোলার হবেন, যিনি এই মাইলফলক ছুঁবেন।
তাসকিনের এই নজিরভুক্ত মুহূর্তের আগেই বাংলাদেশের হয়ে ১শ’ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। সাকিবের ১৪৯ উইকেট এবং মুস্তাফিজুরের ১৩৯ উইকেট বাংলাদেশের রেকর্ড তালিকার শীর্ষে রয়েছে।
এশিয়া কাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায় আবু জায়েদ স্টেডিয়ামে।
২০১৪ সালের এপ্রিল মাসে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। এরপর থেকে ৭৯ ম্যাচে ৭৭ ইনিংসে ২৭৬.৩ ওভার বল করে তিনি ৯৬ উইকেট শিকার করেছেন। তার সেরা বোলিং রেকর্ড ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট, যা তিনি ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে করেছেন।
তাসকিনের বোলিং গড় ২১.৮৭ এবং ইকোনমি ৭.৫৯, যা তাকে বাংলাদেশের টি-টোয়েন্টি আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হিসেবে প্রমাণিত করেছে।