রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ

লঙ্কানদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে সুপার ফোরে টিকে থাকার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে এসেই মুখ থুবড়ে পড়লো বাংলাদেশের টপ অর্ডার। লঙ্কানদের বিপক্ষে মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত জাকের আলি ও শামিম হোসেনের জুটি কিছুটা লড়াইয়ের পুঁজি এনে দিলেও জয় থেকে অনেক দূরে থেকে যায় সাকিব আল হাসানের দল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে নেয় লঙ্কানরা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার একেবারেই ব্যর্থ হয়। তানজিদ তামিম ও পারভেজ ইমন শূন্য রানে ফিরলে শুরুতেই চাপে পড়ে দল। লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়লেও ২৮ রানেই থেমে যান। ব্যর্থ হন শেখ মেহেদী ও তাওহীদ হৃদয়ও।

৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে রক্ষা করেন জাকের আলি ও শামিম হোসেন। ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন অবিচ্ছিন্ন ৮১ রানের জুটি। শামিম ৩৪ বলে অপরাজিত ৪২ রান ও জাকের সমান বল খেলে ৪১ রানে অপরাজিত থাকেন। তাদের ব্যাটিংয়ের কল্যাণেই নির্ধারিত ওভারে ১৩৯ রানে পৌঁছায় বাংলাদেশ।

তবে এ রান মোটেও যথেষ্ট হয়নি লঙ্কানদের থামানোর জন্য। ওপেনার পাথুম নিশাঙ্কা করেন ঝড়ো ৫০ রান। যদিও কুশল মেন্ডিস ও কুশল পেরেরা ব্যর্থ হন, কিন্তু অপর প্রান্তে ৪৬ রানে অপরাজিত থাকেন কামিল মিশারা। তার ব্যাটেই সহজ জয় পায় শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শেখ মেহেদী, নেন ২টি উইকেট। কিন্তু মুস্তাফিজ, শরীফুল কিংবা রিশাদ হোসেন কেউই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেননি।

এই হারের ফলে এশিয়া কাপে দ্বিতীয় রাউন্ডের সমীকরণ বাংলাদেশ দলের জন্য আরও কঠিন হয়ে গেল।