রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই

জনপ্রিয় সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশের লোকসংগীত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার ছেলে ইমাম জাফর নোমানী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি লিখেন, “আম্মা আজ রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালিসিসের জন্য গত ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ ডায়ালিসিসের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। গত বুধবার তার অবস্থা আরও সংকটজনক হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই শেষ মুহূর্ত আসে এই কিংবদন্তি শিল্পীর জীবনে।

ফরিদা পারভীন শুধু একজন সংগীতশিল্পীই ছিলেন না, ছিলেন লোকসংগীতের জীবন্ত দলিল। বিশেষত লালনের গান পরিবেশনে তিনি পেয়েছিলেন অনন্য উচ্চতা। তার কণ্ঠ ও পরিবেশনার ভেতর দিয়ে প্রজন্মের পর প্রজন্ম বাঙালির সংস্কৃতিতে ভেসে এসেছে ভাটি বাংলার আত্মা।

সংস্কৃতি অঙ্গনের মানুষরা বলছেন, তার মৃত্যুতে বাংলাদেশের লোকসংগীতের ইতিহাসে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

সম্পর্কিত বিষয়: