ধীরগতির ব্যাটিং নিয়ে ব্যাখ্যা দিলেন লিটন দাস

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আবুধাবিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট নিশ্চিত করেছে লিটন দাসের দল। তবে লক্ষ্য তাড়ায় ধীরগতিতে রান তোলার বিষয়টি ম্যাচ শেষে ব্যাখ্যা করেছেন অধিনায়ক।
প্রথমে বোলারদের দুর্দান্ত প্রদর্শনীতে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় হংকং। তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের আলো ছড়ানো বোলিংয়ে চাপে পড়ে প্রতিপক্ষ। ম্যাচ শেষে বোলিং বিভাগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিটন বলেন, “আজ আমরা খুব ভালো খেলেছি। গত কয়েক বছরে আমাদের পেস বোলিং বিভাগ দারুণ করছে। আমরা শুধু একজন লেগস্পিনার খুঁজছিলাম, রিশাদ খুব ভালো করেছে।”
পরে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন লিটন দাস। দুই ওপেনার দ্রুত আউট হলেও তিনি ৩৯ বলে ৫৯ রানের ইনিংসে দলকে জেতান। ম্যাচ শেষে উইকেট নিয়ে তার মন্তব্য, “উইকেটটা একটু ধীরগতির ছিল। তাই মাঝের ওভারগুলোতে সাবধান থাকতে হয়েছে এবং বড় মাঠের সুযোগ নিয়ে সিঙ্গেল–ডাবলস নিতে হয়েছে।”
শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে এশিয়া কাপের মঞ্চে ওঠা বাংলাদেশ তিনবারের রানার্সআপ দল হিসেবে ভালো শুরুর প্রত্যাশায় ছিল। প্রথম ম্যাচের জয় তাই বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করেন লিটন, “প্রথম ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা আগের তিন সিরিজে ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপের চাপটা একেবারেই আলাদা।”