এক নজরে লিটনের ব্যাটিং রেকর্ড ও ছক্কার ইতিহাস

এশিয়া কাপে শুরু থেকেই ছন্দে থাকা লিটন কুমার দাস এবার দলের জয় এবং রেকর্ড একসঙ্গে লিখলেন। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই হংকংকে ৭ উইকেটে হারিয়ে দেখালেন, ব্যাট হাতে দলের জন্য পথপ্রদর্শক হয়ে। ৩৯ বলে ৫৯ রান করে তিনি গড়লেন একঝাঁক রেকর্ড, যেখানে ৬টি চার ও একটি ছক্কার সমন্বয় ছিল।
আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকং আগে ব্যাট করে ১৪৩ রানে অলআউট হয়। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন তাসকিন, সাকিব ও রিশাদ। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নেতৃত্ব দেন লিটন। পারভেজ হোসেন ইমন (১৯, ১৪ বলে) ও তানজিদ তামিম (১৪, ১৮ বলে) ফিরে গেলেও, লিটন তাওহীদ হৃদয় (৩৫\, অপরাজিত) সঙ্গে ৯৫ রানের জুটি গড়ে দলকে জয় পর্যন্ত পৌঁছে দেন।
লিটনের ইনিংসের মাধ্যমে তিনি মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথ সর্বোচ্চ ছক্কার রেকর্ড (৭৭) টপকে যান। ১১১তম ম্যাচে ৭৮টি ছক্কার মাধ্যমে শীর্ষে উঠে গেলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের রান সংগ্রাহকের তালিকায়ও লিটন দ্বিতীয় স্থানেঅবস্থান করছেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ রান সংগ্রাহকরা:
সাকিব আল হাসান — ২৫৫১ রান (১২৯ ম্যাচ)
লিটন দাস — ২৪৯৬ রান (১১১ ম্যাচ)
মাহমুদউল্লাহ রিয়াদ — ২৪৪৪ রান (১৪১ ম্যাচ)
তামিম ইকবাল — ১৭০১ রান (৭৪ ম্যাচ)
মুশফিকুর রহিম — ১৫০০ রান (১০২ ম্যাচ)
ছক্কার দিক থেকেও লিটন শীর্ষে। তার পর রয়েছে সৌম্য সরকার (৫৫) ও জাকের আলি অনিক (৩৮)। এছাড়া সাকিব ৫৩, তামিম ৪৪, আফিফ হোসেন ৩৮, তাওহীদ হৃদয় ৩৭, মুশফিকুর রহিম ৩৭, তানজিদ তামিম ৩৪ ও সাব্বির রহমান ২৯টি ছক্কা হাঁকিয়েছেন।
এশিয়া কাপে ইনিংসে সর্বোচ্চ রান তালিকায় লিটন এখন দ্বিতীয় স্থানে। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংস শীর্ষে থাকলেও, লিটন-হৃদয়ের ৯৫ রানের জুটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ জুটি হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে।
লিটনের ধারাবাহিক ফর্ম ও নেতৃত্বই এবার টাইগারদের জয় নিশ্চিত করেছে, এবং এশিয়া কাপের প্রতিটি ম্যাচে তার কীর্তি নতুন রেকর্ডের দিকে এগোচ্ছে।