বিশ্ব অ্যাথলেটিকসে ৪৪ জনের মধ্যে ৪২তম রনি

জাপানের টোকিওতে চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন হার্ডলার নাজিমুল হাসান রনি। তিনি পুরুষদের ৪০০ মিটার হার্ডেলসে পাঁচটি হিটের মধ্যে পঞ্চম হিটে দৌড়ান এবং নয়জনের মধ্যে নবম হন। তার সময় লেগেছে ৫২.৪৭ সেকেন্ড।
সব মিলিয়ে এই ইভেন্টে মোট ৪৪ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে রনি ৪২তম হয়েছেন। তার পেছনে রয়েছেন কেবল সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ম্যাকাওয়ের দুই অ্যাথলেট। রনির হিটে প্রথম হওয়া নাইজেরিয়ার নাথানিয়েল দৌড় শেষ করেন ৪৮.৩৭ সেকেন্ডে। প্রতিটি হিট থেকে চারজন করে এবং পাঁচ হিটের মধ্যে সবচেয়ে দ্রুত সময় নেওয়া আরও চারজনসহ মোট ২৪ জন সেমিফাইনালে উঠেছেন, যেখানে জায়গা হয়নি রনির।
রনির পারফরম্যান্স এবার প্রত্যাশিত না হলেও, তিনি জাতীয় পর্যায়ে ইতিহাস গড়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ৩১ বছর পুরোনো জাতীয় রেকর্ড ভেঙে দেন। ১৯৯৩ সালের ডিসেম্বরে নৌবাহিনীর আব্দুর রহিম নাঈম করেছিলেন ৫১.৮৭ সেকেন্ড, যা এতদিন কেউ ছুঁতে পারেননি। রনি সেই রেকর্ড ভেঙে নতুন সময় দাঁড় করান ৫০.৮৪ সেকেন্ডে। তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের সেরা সময়ের চেয়ে অনেক ধীর ছিলেন তিনি। এমনকি সেরা টাইমিং করলেও তার অবস্থান ৪১তমের বেশি হতো না।
বিশ্ব মঞ্চে এখনও বাংলাদেশ অনেক পেছনে—রনির পারফরম্যান্স সেই বাস্তবতাই মনে করিয়ে দেয়। বিশ্ব সাঁতার বা অ্যাথলেটিক্সে বাংলাদেশের লক্ষ্য পদক নয়, বরং ধীরে ধীরে পারফরম্যান্সের উন্নতি ঘটানো। তাই রনির এই অংশগ্রহণও দেশের জন্য গর্বের, যদিও কাঙ্ক্ষিত ফল আসেনি।