বুধবার ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ৫ নভেম্বর ২০২৫

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
ছবি: সংগৃহীত

২০২৫ সালের শেষ আন্তর্জাতিক সফরে আর্জেন্টিনা দলে থাকছেন না বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো  মার্টিনেজ। জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নভেম্বরে নির্ধারিত একমাত্র প্রীতি ম্যাচের জন্য মার্টিনেজকে বিশ্রামে রাখছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে এখনো আনুষ্ঠানিক দল ঘোষণা করেনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ)।

১৪ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লুয়ান্ডায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

স্ক্যালোনি জানিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে দলকে তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে হবে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার মার্টিনেজকে ছাড়ছেন তিনি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা স্কোয়াডে রোটেশন নীতি গ্রহণ করেছে।

এবার গোলপোস্টে দেখা যেতে পারে ক্রিস্টাল প্যালেসে যোগ দেওয়ার পর আলোচনায় আসা ওয়াল্টার বেনিতেজকে। দলে আরও আছেন জেরোনিমো রুলি এবং রেসিং ক্লাবের তরুণ ফাকুন্দো কামবেসেস—যিনি সম্প্রতি পুয়ের্তো রিকোর বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক করেছেন।

যদিও বিশ্রামে রাখা হচ্ছে, তবে মার্টিনেজই ২০২৬ বিশ্বকাপের প্রথম পছন্দের গোলরক্ষক বলে এখনো নিশ্চিত আর্জেন্টিনা কোচিং স্টাফ। তরুণদের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ দিতে এ মুহূর্তে তাকে সাময়িক ছুটি দেওয়া হয়েছে।

জনপ্রিয়