‘আমি নিজেকে সরিয়ে নিয়েছি’: কুসুম শিকদার
টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—উভয় মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কুসুম শিকদার। পর্দায় উপস্থিতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সবসময় ছিলেন আলোচনায়। তবে হঠাৎ করেই বেশ কিছুদিন তাকে পাওয়া যায়নি নতুন কোনো কাজে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরতির কারণ ব্যাখ্যা করেন তিনি। কুসুম জানান, পেশাদার মনোভাব আর কাজের প্রতি প্রতিশ্রুতি—এই দুই বিষয়ের সঙ্গে তিনি কোনো আপস করতে চান না।
অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
কুসুম শিকদার বলেন, ‘কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমার এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না।’
নিজের এই সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করবো।’



























