মেলবোর্ন টেস্ট শেষে যত রেকর্ড হলো
বোলারদের আগুনে ছোবলে মেলবোর্নে দেখা মিলল বিরল এক দৃশ্যের—টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল মাত্র দুই দিনেই। ব্যাটসম্যানদের ব্যর্থতার উৎসবে ইংল্যান্ড দেখাল অবিচলতা, আর সেই স্থির ব্যাটিংয়ের সুবাদেই তারা পেল অস্ট্রেলিয়ার মাটিতে বহু প্রতীক্ষিত জয়। ১৭৫ রানের লক্ষ্য পেরোতেই চার উইকেট হারাতে হয়েছে, তবে সেই পথ পেরিয়েই বক্সিং ডে টেস্টে তৃতীয়বার পরাজয়ের তেতো স্বাদ পেল স্বাগতিকরা। উত্থান–পতনে ভরা এই ম্যাচে উঠে এসেছে কয়েকটি উল্লেখযোগ্য পরিসংখ্যান—
১৮- অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১৮ টেস্ট জয়হীন ছিল ইংল্যান্ড। ২০১০-১১ মৌসুমে সিডনিতে সিরিজজয়ী ম্যাচের পর তারা হেরেছিল ১৬টি এবং ড্র মোকাবিলা করেছিল ২টি। অবশেষে মেলবোর্নে এলো চার উইকেটের সেই কাঙ্ক্ষিত জয়। অস্ট্রেলিয়ায় টানা ১৮ টেস্ট জয়হীন থাকা অন্য দল শ্রীলংকা। অস্ট্রেলিয়ায় জো রুটের এটি প্রথম জয়, আর বেন স্টোকস পেলেন ১৩ ম্যাচ পর প্রথম সাফল্য।
৩- ২০১১ সালের পর অস্ট্রেলিয়া খেলেছে ১৫টি বক্সিং ডে টেস্ট। এর মধ্যে এটি তাদের তৃতীয় হার। আগের দুই হার ছিল ভারতের বিরুদ্ধে ২০১৮ ও ২০২০ সালে। বাকি ১২ ম্যাচের ১০টিই জিতেছিল অজিরা, ড্র হয়েছিল দুটি।
৭- এখন পর্যন্ত অ্যাশেজ ইতিহাসে সাতটি টেস্ট দুই দিনের মধ্যেই শেষ হয়েছে। চলতি সিরিজে পার্থের পর মেলবোর্নে আবারও দুই দিনের টেস্টের পুনরাবৃত্তি। এর আগে ১৮৮৮ সালে লর্ডস, দ্য ওভাল ও ম্যানচেস্টারে; ১৮৯০ সালে দ্য ওভালে এবং ১৯২১ সালে নটিংহ্যামে এমন ঘটনা ঘটেছিল।
৮৫২ বল- অ্যাশেজে সবচেয়ে কম বলে শেষ হওয়া ম্যাচের তালিকায় মেলবোর্ন চতুর্থ। পুরো বিংশ শতাব্দি মিলিয়ে এটি দ্বিতীয় সর্বনিম্ন বলে শেষ হওয়া টেস্ট ম্যাচ।
৫৭২ রান- কারও ব্যক্তিগত ফিফটি ছাড়াই একটি টেস্টে মোট ৫৭২ রান—ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ। চার ইনিংস মিলিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ট্রাভিস হেডের ৪৬।



























