বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা, অংশগ্রহণ ও বয়কট—সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে জটিলতা। সেই টানাপোড়েনের কেন্দ্রে এখন বাংলাদেশ। এরই মধ্যে গুঞ্জন ছড়ায়, আইসিসি বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে পাকিস্তান। তবে এমন আলোচনাকে সরাসরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ–কে পিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন কোনো অবস্থান নেই। সূত্রের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর মতো কোনো সিদ্ধান্ত বা ভাবনাই পিসিবির নেই। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়টি আগেই নিশ্চিত হওয়ায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই।
এর আগে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত করেছে পিসিবি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক মনে করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাশাপাশি উল্লেখ করা হয়, আইসিসি যদি এ বিষয়ে সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। এমনকি চূড়ান্তভাবে বিশ্বকাপে না খেলার সম্ভাবনাও বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।
তবে গালফ নিউজ–কে দেওয়া বক্তব্যে পিসিবির এক কর্মকর্তা এসব দাবিকে পুরোপুরি নাকচ করে দেন। তিনি জানান, এ ধরনের বক্তব্য বা খবর চলমান পরিস্থিতিকে আরও উসকে দেওয়ার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
প্রসঙ্গত, আইপিএল নিলামে দল পাওয়া বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে পরবর্তীতে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এর পরই নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে বিসিবি একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করলেও এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো যায়নি।



























