বিশ্বকাপ খেলতে যাব কিনা নিশ্চিত নই : লিটন দাস
টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখনো নিশ্চিত হয়নি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু। নিরাপত্তা ইস্যুতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে ভেন্যু পরিবর্তন করে শ্রীলংকায় ম্যাচ আয়োজনের আগ্রহ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি।
বাংলাদেশ দলকে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রাজি করাতে সম্প্রতি ঢাকায় আসে আইসিসির একটি প্রতিনিধি দল। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যাওয়া সম্ভব নয়।
ফলে বিশ্বকাপ শুরুর ১৭ দিন আগেও বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়নি। এই অনিশ্চয়তার কারণে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে।
এমন প্রেক্ষাপটে আজ বিপিএলের একটি ম্যাচ শেষে বাংলাদেশ দলের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেন, “আসলে বিশ্বকাপে যেতে এখনও অনেকদিন বাকি। আদৌ আমরা বিশ্বকাপে যাচ্ছি কি না, সেটাই এখনো নিশ্চিত নয়।”
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিসিবির অবস্থান সম্পর্কে জানতে চাইলে লিটন সংক্ষেপে বলেন, ‘নো কমেন্টস’।
ভারত ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বৈরিতা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি বুঝতে পারছি আপনি কী প্রশ্ন করতে যাচ্ছেন। তবে এটা আমার জন্য নিরাপদ নয়। এ বিষয়ে কোনো মন্তব্য করব না।”
বিশ্বকাপের আগে এ ধরনের উইকেটে খেলে প্রস্তুতির উপকারিতা কতটা—এমন প্রশ্নের জবাবে লিটন আবারও অনিশ্চয়তার কথাই তুলে ধরেন। তিনি বলেন, “আপনি কি নিশ্চিত যে আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি? আসলে বিশ্বকাপে যেতে এখনও অনেকদিন বাকি। আদৌ যাব কি না, তা নিয়েই আমরা নিশ্চিত নই।”



























