সোমবার ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:১৪, ২২ ডিসেম্বর ২০২৫

কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৩টা ৩০ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে নরসিংহপুর বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি জানান, নদী ও আশপাশের এলাকায় ঘন কুয়াশা থাকায় চলাচল বন্ধ করা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কমলে ফেরি চলাচল আবার শুরু হবে।

সর্বশেষ

জনপ্রিয়