কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার দাপটে রাজধানী ঢাকায় শীতের প্রকোপ আরও জেঁকে বসেছে।
শুক্রবার (০২ জানুয়ারি) ভোর থেকেই কুয়াশার ঘন চাদরে ঢেকে যায় নগরীর বিভিন্ন এলাকা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবনে নেমে আসে স্থবিরতা।
ভোর ও সকালের দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে অনেক জায়গায় দৃশ্যমানতা নেমে আসে আশঙ্কাজনক পর্যায়ে। ফলে সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। বিশেষ করে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবরও পাওয়া গেছে।
ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের জন্য শীত ও কুয়াশা হয়ে উঠেছে বড় বাধা। হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও ঠান্ডা সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান অনেকেই।
এক পথচারী বলেন, “ভোরে জরুরি কাজে বের হতে হয়েছে। ঠান্ডায় শরীর কাঁপছে, কুয়াশার কারণে সামনে ঠিকমতো দেখাও যায় না। রাস্তায় চলাচল খুব কষ্টকর হয়ে পড়েছে।”
অন্যদিকে, এক রিকশাচালক জানান, “সকালে যাত্রী এমনিতেই কম থাকে। তার ওপর এই ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে। তবুও সংসারের দায়ে রাস্তায় নামতেই হয়।”
শীতের এই তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা জনগোষ্ঠী। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের জন্য এই সময়টা আরও কষ্টের হয়ে উঠেছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সামাজিক ও সরকারি উদ্যোগ আরও জোরদার করা জরুরি।



























