শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪০, ২ জানুয়ারি ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ২৪
ছবি: সংগৃহীত

ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের একটি হোটেল ও ক্যাফেতে নববর্ষ উদযাপন চলাকালে এ হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) খেরসন অঞ্চলের রাশিয়া-নিয়োগপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো প্রথমে টেলিগ্রামে এক বিবৃতিতে এ তথ্য জানান। পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও শীর্ষ রাজনৈতিক নেতারাও ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হামলা’ চালানোর অভিযোগ তোলেন। তবে ইউক্রেন বরাবরই দাবি করে আসছে, তারা বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।

সালদোর বিবৃতিতে বলা হয়, উপকূলীয় গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপনের একটি স্থানে তিনটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হানে। তিনি একে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলা বলে উল্লেখ করেন এবং জানান, আগুনে পুড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তথ্যে অন্তত ২৪ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং ড্রোনগুলো সচেতনভাবেই নববর্ষ উদযাপনে জড়ো হওয়া বেসামরিক মানুষের ওপর আঘাত হানে। এ ঘটনাকে তারা যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের পশ্চিমা সমর্থকরাই শেষ পর্যন্ত এ ঘটনার জন্য দায়ী। রাশিয়ার সংসদের উভয় কক্ষের স্পিকারসহ দেশটির শীর্ষ রাজনীতিকরাও কিয়েভের তীব্র নিন্দা জানান।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি, যেগুলো রাশিয়া ২০২২ সালে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করে। তবে কিয়েভ ও অধিকাংশ পশ্চিমা দেশ এ ঘোষণাকে অবৈধ দখল হিসেবে প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের এক সামরিক মুখপাত্র বলেন, তাদের বাহিনী কেবল শত্রুপক্ষের সামরিক লক্ষ্যবস্তু, জ্বালানি ও জ্বালানি অবকাঠামোসহ অন্যান্য বৈধ লক্ষ্যেই হামলা চালায়।

এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাতের বেলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং এর ফলাফল যাচাই করা হচ্ছে। পাশাপাশি টেলিগ্রামে দেওয়া আরেক বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার তাতারস্তান অঞ্চলের আলমেতিয়েভস্ক তেল স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, আলমেতিয়েভস্ক তেল স্থাপনাটি ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৯৬৫ কিলোমিটার (৬০০ মাইল) দূরে অবস্থিত, যা বর্তমানে কিয়েভের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকেও আরও দূরে।

জনপ্রিয়