বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল আজ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সুবিধাজনক সময়ে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনও শুক্রবার বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের জন্য আহ্বান জানিয়েছে।



























