শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৯, ২ জানুয়ারি ২০২৬

ভাটারায় মব সহিংসতার ঘটনায় আইনজীবী নিহত!

ভাটারায় মব সহিংসতার ঘটনায় আইনজীবী নিহত!
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় অজ্ঞাতদের মব হামলায় আহত আইনজীবীর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

বুধবার রাত ১০টার দিকে ভাটারার একটি আবাসিক এলাকায় তিনি মবের শিকার হন। 

নিহত নাঈম কিবরিয়া (৩৫) পাবনা সদরের চক জয়েনপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

নিহত স্বজনরা জানান, মামলা সংক্রান্ত কাজে ঢাকায় এসে বুধবার রাতে ভাটারার এক আবাসিক এলাকায় মবের হামলায় আহত হন নাঈম। হাসপাতালে নেওয়ার পর রাতেই তিনি মারা যান।

মৃত ভাই রফিকুল ইসলাম জানান, পাবনার আইনজীবী নাঈম বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার জামিন নিতে ঢাকায় আসেন। বন্ধুর প্রাইভেটকারে বের হয়ে মারধরের শিকার হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ভাটারা থানার( ওসি) মো. ইমাউল হক জানান, বুধবার রাত ১০টার দিকে ভাটারার এক আবাসিক এলাকায় প্রাইভেটকার চালানোর সময় নাঈম কিবরিয়ার গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে মোটরসাইকেল আরোহী ও কয়েকজন অজ্ঞাত যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি তদন্তাধীন এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

জনপ্রিয়