রাজধানীতে রঙমিস্ত্রির বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে এক রঙমিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে পাঠানো হয়।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী জানান, আদাবরের শেখেরটেক ব্রিজের পাশে একটি চারতলা ভবনের বাইরের অংশে রঙয়ের কাজ করছিলেন ওই রঙমিস্ত্রি। কাজের একপর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক গণমাধ্যমকে জানান,গুরুতর আহত অবস্থায় ঢামেকে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



























