রোববার ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১৮ জানুয়ারি ২০২৬

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

সাভারে পরিত্যক্ত একটি কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অপরটি একটি ছেলে শিশুর হতে পারে। উল্লেখ্য, এর আগেও গত বছরের বিভিন্ন সময়ে একই স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতর মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করলে সেখানে পোড়া মরদেহ দেখতে পায়। পরে সে ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দুটি পোড়া থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।