বাড্ডায় সড়ক অবরোধ: কুড়িল-রামপুরা রুটে যান চলাচল বন্ধ
রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সড়ক থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। এতে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সকাল থেকেই এ সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেলের কাজ চলমান থাকায় এবং সড়ক অবরোধের কারণে যানজটের সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। রিকশাচালকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।”
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ থাকায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।



























