বুধবার ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:১৮, ১৯ জানুয়ারি ২০২৬

রাজধানীর মিরপুরে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় একটি বাসা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ জানুয়ারি) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। নিহত কিশোরীর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলছিল বলে জানানো হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান গণমাধ্যমকে  জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।