মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৬
ঢাকার মিরপুরের ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় ও সংঘর্ষের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মইনুল হক সংঘর্ষের তথ্য ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’কে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার মাগরিবের নামাজের পর জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। এতে ১৬ জন আহত হন।
উপ-কমিশনার মঈনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।



























