পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি
নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে অব্যাহত চুরি, ডাকাতি ও রাহাজানি’সহ আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি এবং সম্প্রতি কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য রেহানা মজিদের উদ্যোগে ৪ নম্বর ওয়ার্ড খলিশাটোলা নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েকহাজার গ্রামবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, ১নং চর মটুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহমেদ দুলাল, সাবেক সাধারন সম্পাদক কাজী সাইফুল ইসলাম সেলিম, সুধারাম থানা বিএনপির সাবেক সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের (ড্যাব) সভাপতি জিয়াউল হায়দার পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মজিদ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক মহিন উদ্দিন, নোয়াখালী জেলা যুবদলের সদস্য মেহরাজ বিন রশীদ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোতাহের হোসেন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এসময় আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির পেছনে প্রশাসনের অসহযোগিতাকে দুষছেন বক্তারা। তারা মনে করেন ‘নোয়াখালী সদর ও লক্ষীপুরের চন্দ্রগঞ্জ সীমান্তবর্তী এলাকা দক্ষিণ মহতাপুর, ফাযিলপুর ও খলিশাটোলায় বিগত দিনে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর কোনো ভুমিকা না থাকায় প্রতিনিয়তই চুরি, ডাকাতি, রাহাজানি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম’সহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে সীমান্তবর্তী এ এলাকার উদয় সাধুরহাট বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন। নতুবা এ অঞ্চলের মানুষ আত্নরক্ষায় আইন নিজের হাতে তুলে নিলে এর দায় ডিসি/এসপি কিংবা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের নিতে হবে বলে হুশিয়ারি প্রদান করেন।’