রোববার ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৪০, ২১ সেপ্টেম্বর ২০২৫

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদ

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু বাংলাদ
ছবি: সংগৃহীত

অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয় বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচেই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

টাইগার বোলারদের শুরুটা শঙ্কায় ফেলেছিলেন লঙ্কান ওপেনাররা। মেন্ডিস আর নিশানকার ব্যাটে মাত্র পাঁচ ওভারে ৪৪ রান যোগ হয় স্কোরবোর্ডে। তবে তাসকিনের বলে ২২ রানে ফিরেন নিশানকা। এরপর মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি, ৩৪ রান করে মাহেদির শিকার হন।

মাহেদি আরও একধাপ এগিয়ে মিশরাকে মাত্র ৫ রানে ফেরান। অন্যদিকে কুশল পেরেরাকে (১৬) সাজঘরে পাঠান মুস্তাফিজ। ৯৭ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা।

কিন্তু দাসুন শানাকা একাই পাল্টে দেন ছবিটা। ৩ চার আর ৬ ছক্কায় মাত্র ৩৭ বলে গড়ে তোলেন ৬৪ রানের দুর্দান্ত ইনিংস। অন্যপ্রান্তে কেউ বড় জুটি গড়তে না পারলেও শানাকার ব্যাটে ভর করেই ২০ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৮ রান। বাংলাদেশের হয়ে মুস্তাফিজ নেন সর্বোচ্চ তিন উইকেট।

চ্যালেঞ্জিং টার্গেটের পিছু ধাওয়া শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলেই শূন্য রানে বোল্ড হয়ে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

চাপ সামাল দিতে নেমে আসেন সাইফ হাসান। দারুণ আগ্রাসী ব্যাটিংয়ে তিনি খেলাকে ফেরান প্রতিদ্বন্দ্বিতায়। অধিনায়ক লিটন দাসকে সঙ্গে নিয়ে মাত্র ৩৪ বলে গড়ে তোলেন ৫৯ রানের জুটি। তবে লিটন থামেন ১৬ বলে ২৩ রানে, বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন প্রতিপক্ষকে।

অধিনায়ক আউট হলেও সাইফ ঝড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। একের পর এক শটে ছড়িয়ে দেন আস্থা, তুলে নেন অর্ধশতকও।

সম্পর্কিত বিষয়: