রোববার ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৪, ২১ ডিসেম্বর ২০২৫

বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল

বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শুধু ডিগ্রি নয়; প্রয়োজন সক্ষমতা, শৃঙ্খলা ও বিশ্বাসযোগ্যতা—স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) সপ্তম সমাবর্তনে এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার পূর্বাচলের ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সমাবর্তন উৎসর্গ করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির স্মরণে। 

বক্তব্যের শুরুতেই হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসিফ নজরুল বলেন, হাদির সততা, নিঃস্বার্থতা ও ন্যায় প্রতিষ্ঠার আদর্শই তাকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে।

তিনি বলেন, দক্ষতাকে অভ্যাসে, সততাকে পরিচয়ে এবং দেশপ্রেমকে আচরণে রূপ দিতে হবে। স্বাধীনতার পর ৫৪ বছরে অনেক ব্যক্তিগত সাফল্য এলেও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে পিছিয়ে থাকার কথাও উল্লেখ করেন তিনি।

সমাবর্তন বক্তা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ তরুণদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় নতুন চ্যালেঞ্জ গ্রহণ ও মানবিক মূল্যবোধ নিয়ে দেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানসহ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও একাডেমিক কর্মকর্তারা বক্তব্য দেন। এ বছর ১০টি বিভাগের ৬৭২ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়; পাশাপাশি চ্যান্সেলর’স গোল্ড মেডেল, ভাইস-চ্যান্সেলর সিলভার মেডেল ও ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

২০০২ সালে প্রতিষ্ঠিত এসইউবির ক্যাম্পাসজুড়ে ছিল সমাবর্তন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ।

সর্বশেষ

জনপ্রিয়