ছয় শিফটে সম্পন্ন হলো জাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৬টি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে ছাত্রদের জন্য ২৩৩টি এবং ছাত্রীদের জন্য ২৩৩টি আসনের বিপরীতে আবেদন করেন ২০ হাজার ৪০১ জন ছাত্র ও ২৭ হাজার ৯৭ জন ছাত্রী।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পুরাতন কলা ভবন এবং কলা ও মানবিকী অনুষদের নতুন ভবনের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “আমি একাধিক পরীক্ষা কক্ষ ঘুরে দেখেছি। শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকা থেকে ক্যাম্পাসে প্রতি দুই ঘণ্টা পর পর অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকুস), সেনাবাহিনী, পুলিশ, প্রক্টরের নেতৃত্বাধীন শৃঙ্খলা কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সম্মিলিতভাবে কাজ করছে। ফলে পরীক্ষার্থীরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়েই নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারছে।”
উপাচার্য ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, আগামীতেও এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
উল্লেখ্য, আগামীকাল ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে ছাত্রদের জন্য ১৬৩টি এবং ছাত্রীদের জন্য ১৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮ হাজার ৮০১ জন ছাত্র ও ১১ হাজার ৭৮৪ জন ছাত্রী।
আরও উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org–এ পাওয়া যাবে।



























