রোববার ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২৮, ১০ জানুয়ারি ২০২৬

দেশের কৃষকরাই সত্যিকার অর্থে কৃষি বোঝে: কৃষি সচিব

দেশের কৃষকরাই সত্যিকার অর্থে কৃষি বোঝে: কৃষি সচিব
ছবি: সংগৃহীত

এ দেশের কৃষকরাই প্রকৃত অর্থে কৃষি বোঝেন বলে জানিয়েছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় দিনাজপুরের নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 'গম বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, দিনাজপুর জেলা দেশের খাদ্য জোগানে একটি বড় অংশের জোগান দিচ্ছে। এই সাফল্যের মূল কারিগর কৃষকরা। কৃষক না থাকলে এসব ভবন, প্রতিষ্ঠান কিংবা অবকাঠামোর কোনো মূল্য নেই।

তিনি আরও বলেন, কৃষকের ভালো-মন্দ দেখা আমার দায়িত্ব। এ দেশের কৃষকরাই প্রকৃত অর্থে কৃষি বোঝেন। বিজ্ঞানীরা গবেষণা করেন, আর সেই গবেষণার বাস্তব প্রয়োগ করেন কৃষকরাই। কৃষকরা উৎপাদন না করলে দেশে খাদ্যের জোগান দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না।

কৃষি সচিব আরও বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গমের আবাদ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই-এর সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল, প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক ড. মো. আব্দুল হাকিম, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)-এর অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।

জনপ্রিয়